kolkata school of tropical medicine are producing corona sample kits
রাজ্য

করোনার নমুনা কিট এবার কলকাতায়

এবার কিট তৈরি করবে রাজ্য সরকার। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ কিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। যার নাম ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন ব্যক্তিদের নমুনা দ্রুত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত।
করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে লালারস সংগ্রহের জন্য প্রয়োজন হয় ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া নামক একটি কিটের। এবার সেই কিটটিই তৈরি করা হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। স্বাস্থ্য ভবনের দাবি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া তৈরি করা হলে দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে।
ফলে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের রিপোর্টও তাড়াতাড়ি হাতে পাওয়া যাবে। সময়ও বাঁচবে। দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া এই বিষয়টি তৈরির যন্ত্র রয়েছে বলে খবর। তাই নতুন করে তা করার সিদ্ধান্ত নেওয়া হল।