খেলাধুলা দেশ

সামি ও বুমরার আগুনে স্পেল, ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত

শেষ-চারে কার্যত নিশ্চিত ভারত। ভারতের ২২৯-৯ রানের উত্তর দিতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বল হাতে সামি ও বুমরা ছিলেন অপ্রতিরোধ্য। সামি পান ৪ উইকেট, বুমরার ঝুলিতে ৩ উইকেট।

এদিন ইংল্যান্ড আগে ব্যাটিং করতে পাঠায় ভারতকে, ব্যাট করতে নেমে গিল আউট হতেই ভারতের বিপর্যয় দেখা দিলেও রোহিত-রাহুল প্রতিরোধ গড়ে তোলেন। অধিনায়ক রোহিত অসামান্য ৮৭ রান করেন। রাহুল, রোহিত আউট হওয়ার পরে সূর্যকুমার লড়াই চালান। তিনি করেন ৪৯। শেষ দিকে বুমরা-কুলদীপ প্রয়োজনীয় রান তুলে নেন।

ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায়। মালানকে আউট করে পরের বলেই রুটকে ফেরান বুমরা। শেষ উইকেটও তাঁর। মার্ক উডকে বোল্ড করেন তিনি। তবে মাঝের পর্বে ভয়ঙ্কর ছিলেন সামি। গত ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পরে এম্যাচে ২১ রানে ৪ উইকেট পান তিনি।

দুই স্পিনার -কুলদীপ জাদেজাও উইকেট পান। তবে কুলদীপ যাদবের বৈচিত্র্য ছিল চোখে পড়ার মত। বোলারদের দুরন্ত হয়ে ওঠার দিনে ম্যাচের সেরা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টানা ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে আবার সবার ওপরে ভারত, শেষ-চারে ও অনেকটাই নিশ্চিত।ভারতের আগামী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।