কম-বেশি সবাই খুশকির সমস্যায় ভুগে থাকেন। দেখা যায়, নানা রকম পদ্ধতি অবলম্বন করেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে খুশকি চলে গেলেও আবার ফিরে আসে। তবে আপনি বার বার খুশকির এই ফিরে আসা ঘরে বসেই ঠেকাতে পারেন। আশ্চর্য হলেও সত্যি যে, খুশকি নির্মূলে নুন খুবই উপকারী। প্রতিদিনের রান্নায় ব্যবহার করা নুন ব্যবহারে খুশকির বার বার ফিরে আসাও বন্ধ হবে। খুশকি থেকে মুক্তি পেতে নুন ব্যবহারের পদ্ধতিটি চলুন জেনে নেয়া যাক-
প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে নুন খুশকি দূর করতে দারুণ কাজ করে। সামান্য জলে পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। জলের সঙ্গে নুন মিশে গেলে তা চুলে হালকা ম্যাসাজ করে ব্যবহার করুন। তারপর কিছুক্ষণ রেখে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিন। খুশকি ভরা মাথায় নুন-চিকিৎসা আপনাকে দারুণ প্রশান্তি দেবে।