দেশে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের ঝুঁকিতে রয়েছে হাজারও মানুষ। অবশ্য লকডাউন শিথিলের পর ধীরে ধীরে মানুষ কাজে ফিরতে শুরু করেছে। তবে স্বাস্থ্যবিদেরা বলছেন সতর্কতা অবলম্বন করতে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ তাঁদের। এমন পরিস্থিতিতে সলমন খানের পোশাক কোম্পানি ‘বিয়িং হিউম্যান’ মাস্ক তৈরি করছে।
বিয়িং হিউম্যান মাস্ক বাজারজাত করছে, এ খবর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সলমন খান নিজেই জানিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষায় তিনি সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান। গতকাল শুক্রবার সলমন বিয়িং হিউম্যানের মাস্ক উদ্বোধন করেন। এর আগে সলমন খান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার ব্র্যান্ডের উদ্বোধন করেন। ব্র্যান্ডটির নাম এফআরএসএইচ।