করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। দুঃসময়ে আবারও মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। যে যেভাবে পারছেন, সাহায্য করার চেষ্টা করছেন। আবারও সাহায্যের দুয়ার খুলে দিলেন সলমন খান। সলমনের স্বেচ্ছাসেবী সংগঠন বিয়িং হিউম্যান। তারই একটা শাখা খাবার নিয়ে কাজ করে, এর নাম ‘বিয়িং হাংরি’। বিয়িং হাংরি থেকে চালু করা হয়েছে ‘ভাইজান’স কিচেন’। এখান থেকে প্রাথমিকভাবে করোনাযোদ্ধাদের পাঁচ হাজার প্যাকেট খাবার দেওয়া হবে। গত রোববার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
সালমানের সঙ্গে এই উদ্যোগে কাজ করছেন রাহুল কুনাল নামের শিবসেনা তরুণ সংঘের আরেক স্বেচ্ছাসেবক। তিনি সলমন খানকে ধন্যবাদ জানিয়ে এক টুইটে লেখেন, ‘এই দুঃসময়ে সামনের সারির করোনাযোদ্ধাদের খাওয়ানোর উদ্যোগ আপনি ছাড়া সম্ভব হতো না। আমরা নিশ্চয়ই এই দুঃসময় পার করব।’ সলমন খান নিজেই খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন ডাক্তার, নার্স আর পুরাসভার কর্মীদের হাতে। সলমন খান নিজেই খাবারের মান পরীক্ষা করেছেন।
এদিকে সলমন খানের মা সালমা খান তাঁদের বাংলোয় একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন। সেখানে তাঁর তত্ত্বাবধানে রান্না হচ্ছে প্রতিদিন। আর সেই খাবার খাচ্ছেন বাংলোর নিরাপত্তারক্ষী, কর্মচারী ও কর্মকর্তা সবাই।
শোনা যাচ্ছে, যত দিন মুম্বাইয়ে লকডাউন চলবে, তত দিন খোলা থাকবে ‘ভাইজান’স কিচেন’। এই পাঁচ হাজার খাবার দিয়ে দেওয়া হলে আরও পাঁচ হাজার প্যাকেট খাবার বিলানোর উদ্যোগ নেবেন সলমন।