দেশ ব্রেকিং নিউজ

দাঙ্গার চার্জশিটে সলমনের নাম

দিল্লি হিংসা মামলায় নাম জড়ালো সলমন খুরশিদ, বৃন্দা কারাত এবং প্রশান্ত ভূষণের। দিল্লি পুলিশের দাখিল করা সাম্প্রতিকতম চার্জশিটে নাম আছে তাঁদের। তাঁদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ১৭ হাজার পাতার এই চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। সেই চার্জশিটে এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের (‌সিএএ)‌ বিরুদ্ধে বক্তব্য রাখতে সলমন খুরশিদ, বৃন্দা কারাত, প্রশান্ত ভূষণের মতো তাবড় ব্যক্তিত্ব কুকরেজি অঞ্চলে হাজির হতেন এবং উসকানিমূলক মন্তব্য করতেন। জনতা এতেই প্রভাবিত হতো।
এই প্ররোচনামূলক ভাষণ প্রকৃত চরিত্র সম্পর্কে পুলিশ উল্লেখ করেনি। যে প্রত্যক্ষদর্শীর বয়ানের উপরে ভিত্তি করে এই অভিযোগ আনা হয়েছে, তাঁর নামও উল্লেখ করা হয়নি। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, সাক্ষী পুলিশি সুরক্ষায় আছেন। সুতরাং এই চার্জশিট নিয়ে এখনই প্রশ্ন উঠে গেল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দিল্লির দাঙ্গা নিয়ে পুলিশের দেওয়া চার্জশিটে শুরু থেকেই বিতর্ক ছিল। শুধু বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য করা বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি পুলিশ বলে অভিযোগ। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে উত্তর–পূর্ব দিল্লিতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫৪ জন। দিল্লি হিংসার মূল অভিযুক্ত হিসেবে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ ৭৪৭ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই চার্জশিট৷