বিনোদন ব্রেকিং নিউজ

বিগ বসের সঞ্চালক এবার সলমন খান

ওটিটি প্ল্যাটফর্মে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো হল ‘বিগ বস’। ২০২১ সাল থেকে এই শো ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এতদিন এই সিজনের সঞ্চালক দায়িত্বে ছিলেন করণ জোহর। অনেকদিন থেকেই চর্চার কেন্দ্রবিন্দু ছিল বিগ বস এর ওটিটি সিজন ২ নিয়ে। এবার সঞ্চালক হিসেবে দেখা যাবে সলমন খানকে।

ইনস্টাগ্রামে অনেক অনুরাগীদের এই সিজনের প্রমো পোস্ট করতে দেখা যায়। সেখানে সলমন খান বলেছেন, ‘খুব শীঘ্রই আমি নিয়ে আসছি ‘বিগ বস ওটিটি’, তো ভারত দেখতে থাকো।’ এখানে সলমনকে একদম কিলার লুকে দেখা যায়। ঝলমলে রূপালি জ্যাকেটের সঙ্গে সাদা একটা টি-শার্ট পড়ে। যা অনেক ভক্তদের মন জয় করে নিয়েছে।

জানা গিয়েছে, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মত অভিনেতাদের এই সিজনে অংশগ্রহণ করতে দেখা যাবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে প্রিমিয়ার, আর চলবে জুলাই পর্যন্ত।