Hariyana Government has announced that the salary of all the Government doctors,nurse and health workers will be doubled.
দেশ ব্রেকিং নিউজ

স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুন হল

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে ঢাল হয়ে দাঁড়িয়ে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাই তাঁদের সম্মানের কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল হরিয়ানা সরকার। যাঁরা এই যুদ্ধে লড়ছেন, সেই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করল হরিয়ানা সরকার।
শুক্রবার সকালে স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে এই কথা ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। একটি বিবৃতিতে তিনি জানান, যতদিন এই পরস্থিতি থাকবে, করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দ্বিগুণ বেতন পাবেন করোনায় চিকিৎসারত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসকদের পরই এই লড়াইয়ে যাঁদের মাঠে নামতে হয়েছে, তাঁরা হলেন পুলিশকর্মীরা। হরিয়ানা সরকার তাঁদের জন্য বিশেষ পদক্ষেপ করেছে। মনোহরলাল খট্টর জানান. কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে, ৩০ লক্ষ টাকার বিমা দেওয়া হবে তাঁর পরিবারকে। উল্লেখ্য, এর আগে পাঞ্জাব সরকারও পুলিশ ও সাফাইকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছে।