রাজ্য

ছুটির দিনেও ঢুকবে বেতন

এবার থেকে ঘোষিত ছুটি বা রবিবারেও আর আটকাবে না বেতন, পেনশন, বাড়িগাড়ির ঋণের মাসিক কিস্তি প্রদান। ব্যাঙ্কিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেন এবার সপ্তাহের সাতদিনই চালু থাকবে। আজ থেকেই এই নয়া নিয়ম চালু হচ্ছে। যা সবার মনে খুশির খবর বয়ে নিয়ে এলো। রবিবাসরীয় বেলায় এই ঘটনা ঘটতেই পারে।

আগে নিয়ম ছিল, কোনও মাসের শেষ অথবা প্রথম দিনটি রবিবার বা ছুটির দিন হলে সরকারি বা বেসরকারি অফিস থেকে কর্মীদের বেতন এবং পেনশন ট্রান্সফার হতো না। সেক্ষেত্রে অপেক্ষা করতে হতো পরবর্তী কাজের দিনটির জন্য। এমনকী বাড়ি ও গাড়ির ঋণ পরিশোধের ক্ষেত্রে মাসিক কিস্তি প্রদানের জন্য যে নির্ধারিত তারিখ রয়েছে, সেটিও যদি ছুটির দিন হত, তাহলে ব্যাঙ্ক থেকে ইএমআই কাটা হত না। যা নিয়ে সমস্যা ছিল।

আজ থেকে নয়া ব্যবস্থায় ব্যাঙ্কিং লেনদেন চালু থাকবে সপ্তাহের প্রতিটি দিনই। বিশেষ করে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এই নয়া ব্যবস্থা সুরাহা দেবে বলেই মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস (এএসিএইচ ) ব্যবস্থায় পরিবর্তন এনেছে। রিজার্ভ ব্যাঙ্কের সর্বশেষ নীতি নির্ধারণ কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদিতও হয়েছে।