বিনোদন

আসানসোল থেকে লড়াই করবেন সায়নী

‘আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই।’ শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর অভিনেত্রী সায়নী ঘোষ এমন স্টেটাস শেয়ার করেন। আসানসোল দক্ষিণ থেকে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন সায়নী।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, চিরঞ্জিত চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতা প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

সম্প্রতি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডানলপের সাহাগঞ্জের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সায়নী ঘোষ।