ব্রেকিং নিউজ রাজ্য

সায়গলের জামিনের আবেদন খারিজ

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী জেলবন্দি তৃণমূল নেতার দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিলেন।

এদিন আদালতে সায়গলের জামিন মামলার শুনানি হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, গোরু পাচারের মূল মামলা দিল্লিতে। তাই কলকাতা হাইকোর্ট এই মামলা কোনওভাবেই শুনতে পারে না। এরপরই সায়গলের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠ সায়গল। কিন্তু ফের তা খারিজ করে দিল আদালত।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের নজরে ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। একাধিকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। ৯ জুন দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করা হয় সায়গলকে। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করছে সায়গল, সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি।