বিনোদন

সাইফ-কারিনার ঘরে ছেলে না মেয়ে?

শিগগিরই দ্বিতীয় সন্তান আসতে চলেছে সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ঘরে। এ ঘোষণায় পর থেকেই ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন এ দম্পতি।

দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা, এই খবর শোনার পর প্রথমে আনন্দ ধরে রাখতে পারেননি কারিনার বাবা রণধীর কাপুর। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কাপুর পরিবারের এই বর্ষীয়ান সদস্য।

ছেলে না মেয়ে কী চাই এমন প্রশ্নের উত্তরে হেসে ফেলেন রণধীর কাপুর। জানান, ছেলে হোক বা মেয়ে, তারা চান সুস্থ সন্তান আসুক। তাই ছেলে, মেয়ের বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন বলে স্পষ্ট জানান তিনি।

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি মুখ খুলেন কারিনা। তিনি জানান, প্রথমবার যখন অন্তঃসত্ত্বা হন, সেই সময় তার ওজন অনেক বেড়ে যায়। ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু। যে যা বলেছেন, তাই খেয়েছিলেন প্রথমবার। কিন্তু এবার আর তা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। তার জন্য কী প্রয়োজন, চিকিৎসকদের নির্দেশ মতো স্বাস্থ্যসম্মত ডায়েট মেনেই খাওয়াদাওয়া করবেন বলে স্পষ্ট জানান কারিনা।