দেশ লিড নিউজ

Sahibganj Shocker: দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনার পুনরাবৃত্তি! ঝাড়খণ্ডে উদ্ধার আদিবাসী যুবতীর ১২ টুকরো দেহ

দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলার বোরিও থানা এলাকায়। রুবিকা পাহাড়দিন নামে এক আদিবাসী যুবতীকে হত্যার পর লাশ ১২ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় বোরিও সাঁথালিতে নির্মাণাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে একটি মানব পায়ের টুকরো পাওয়া যাওয়ার পরে পুলিশ তৎপর হয়। তদন্তকালে পাশের একটি বন্ধ ঘর থেকে বস্তায় রাখা মাংসের টুকরো পাওয়া যায়। খবর পেয়ে রাতেই বরিও থানায় পৌঁছয় এসপি অনুরঞ্জন কিসপোতা দল।

পুলিশ সুত্রে খবর, প্রমাণ লুকানোর জন্য কয়েকজন রুবিকা পাহাড়দিনকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দেয়। ওইদিন রাতেই দুমকা থেকে ডাকা হয় স্নিফার ডগ। তদন্ত শেষে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের গোপন স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপরদিকে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করার জন্য জেলা সদর থেকেও চিকিৎসকদের ডাকা হয়েছে। সমস্ত মাংসের টুকরো প্যাকিং করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার গভীর সন্ধ্যায় বোরিও সাঁথালি পঞ্চায়েতের প্রধান এরিকা স্বর্ণা মারান্ডির ছেলে মনোজ দাস বোরিও থানার পুলিশকে জানান, নির্মাণাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে কিছু মানব অঙ্গ রয়েছে। এরপরই তৎপর হয় পুলিশ। খবর পেয়ে স্টেশন ইনচার্জ জগন্নাথ পান, এএসআই করুণ কুমার রাই দলবল নিয়ে সেখানে পৌঁছে তদন্ত শুরু করেন। এরপর, তিনি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং যেখান থেকে মানবদেহের টুকরো পাওয়া যায় সেখান থেকে প্রায় তিনশ মিটার দূরে একটি বন্ধ বাড়িতে পৌঁছান। তালাবদ্ধ ঘর থেকে মুখবন্ধ বস্তা থেকে টুকরো টুকরো মাংস ও হাড় উদ্ধার করে পুলিশ। যে ঘর থেকে মানবদেহ পাওয়া গেছে সেখানে তালা দিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাসাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।