রাজ্য লিড নিউজ

সাগরদিঘির ‌বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি আয়কর হানা

ফের রাজ্যে আয়কর অভিযান। বুধবার সাত সকালে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের হানা।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বুধবার সকাল থেকেই তাঁর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। তবে এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের নামে বলে সূত্রের খবর।

সূত্রের খবর বায়রনের বাবার বড় বিড়ির ব্যবসা রয়েছে। এমনকী তাঁদের বাড়িতেও রয়েছে বিড়ির বড় কারখানা। সেইমত বিধায়কের বিড়ির ফ্যাক্টারি, চা কোম্পানি, নার্সিংহোম ও ডাকবাংলার বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও কোনও ব্যবসার সঙ্গে তিনি জড়িত কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।