আজ সাগরদিঘির উপনির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ৩ বারের তৃণমূল বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই কেন্দ্রটিতে উপনির্বাচন চলছে। উপনির্বাচনে এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সাগরদিঘিতে মোট বুথের সংখ্যা ২৪৬টি। কেন্দ্রের প্রায় ৫০ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুতির কোনও খামতি রাখেনি নির্বাচন কমিশন।
ভোটের নজরদারিতে থাকছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ বুথে থাকছে সিসি ক্যামেরা। ভোটগ্রহণ চলাকালীন করা হবে ওয়েব কাস্টিং। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় থাকছে ২২টি কুইক রেসপন্স টিম। সার্বিকভাবে কমিশন নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখেনি।এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রীর আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল চ্যালেঞ্জার কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূল এবং কংগ্রেসের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি।
অন্যদিকে, সাগরদীঘিতে কংগ্রেসের মিছিল করে ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা তৈরী হয়েছে। ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল এজেন্টরা। ঘটনায় রীতিমত ব্যাপক চঞ্চল্য সৃষ্টি সাগরদীঘির বোখারা-১ অঞ্চলের ৪৭, ৪৮, ৫৪, ৫৫ নম্বর বুথে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগ, কেন কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস মিছিল করে যাবে ভোট চলাকালীন৷ পুলিশ মদত দিয়েছে এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল এজেন্টরা। আর তাতেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি।