একদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের আত্মহত্যা অন্যদিকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালো স্থানীয়রা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল হাসপাতাল জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে নামানো হল র্যাফ।
হাসপাতাল সূত্রে খবর, এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। সম্প্রতি জ্বর ও সর্দি–কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরই তাঁর সঙ্গীরা হামলা চালায় হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার–টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তাও স্পষ্ট নয়। হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগের প্রহরায় এখন পুলিশকর্মীরা।
