ব্রেকিং নিউজ রাজ্য

ভ্যাকসিন সার্টিফিকেট বা RTPCR নেগেটিভ রিপোর্ট থাকলে সাগর মেলায় প্রবেশ : হাইকোর্ট

শেষ কয়েকদিনে হু হু করে বেড়েছে দেশের করোনা গ্রাফ। বঙ্গে করোনার ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই দুষছেন কলকাতা পুরভোট ও সাগর মেলার জনজোয়ারকে।

এমত পরিস্থিতিতে মঙ্গলবার নয়া নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। নির্দেশিকায় বলা হয়েছে, ভ্যাকসিনের দুটি ডোজ এবং সেকেন্ড ডোজের সার্টিফিকেট থাকলে তবেই পুণ্যার্থীদের গঙ্গাসাগর মেলায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ভ্যাকসিনের দুটি ডোজ না থাকলেও ৭২ ঘণ্টার মধ্যে RTPCR নেগেটিভ রিপোর্ট নিয়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে।

পাশাপাশি এ বিষয়ে নজরদারির জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে। বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য হলে দায়ভার নিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। মঙ্গলবার এমনটাই জানান প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া ওই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের লিগাল সার্ভিস অথরিটির মেম্বার-সেক্রেটারিরা। যদিও এই নয়া নির্দেশিকার ফলে রাজ্যের আবেদন মেনেই এই কমিটি থেকে বাদ পড়লেন প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার গঙ্গাসাগরের মেলা উদ্বোধন করা হয়েছে। কিন্তু দাবি ওঠে, গঙ্গাসাগর মেলায় করোনা বিধি সঠিকভাবে মানা হচ্ছে না। যার ফলে ছড়াতে পারে করোনার সংক্রমণ। তাই আদালতের নির্দেশে যে নতুন কমিটি গঠন করা হয়েছে, তাদের মূল কাজ হবে সাগর মেলায় করোনা বিধি কতটা মানা হচ্ছে সে বিষয়ে নজরদারি রাখা। এমনকি করোনা বিধি কোনোভাবে লঙ্ঘন করা হলে এই কমিটি অতি দ্রুত মেলা বন্ধ করে দেওয়ার সুপারিশ করতে পারে বলে জানানো হয়েছে।