শহর কলকাতায় সাধারণ মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে কলকাতা ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ।
কলকাতায় বিগত বছর গুলির তুলনায় ধীরে ধীরে রোড এক্সিডেন্ট এর পরিমাণ বেশ কিছুটা কমানো সম্ভব হয়েছে। এর জন্য রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের সার্থকতাকেই কারণ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পান্ডে।
শহরের রাস্তায় যারা বাইক স্কুটার নিয়ে যাতায়াত করেন তারা প্রত্যেকেই যদি মাথায় বাধ্যতামূলকভাবে হেলমেট পড়েন এবং ট্রাফিক রুলস ফলো করে চলেন এবং সিগন্যাল ভায়োলেট না করেন তাহলে শহর কলকাতাকে একটা সময় পরে পুরোপুরি ভাবে হয়তো দুর্ঘটনা মুক্ত শহর বলে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলেও এদিন আশা প্রকাশ করলেন জয়েন্ট সিপি ট্রাফিক।
এদিন উল্লেখযোগ্য ভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসেবে শহর কলকাতার পোস্ট অফিসের পোস্টাল কর্মীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। যেহেতু অধিকাংশ সময় তারা চিঠি সহ বিভিন্ন পার্সেল বাইকে করে ডেলিভারি করতে যান তাই তাদের জীবনের সুরক্ষার স্বার্থেই এই অভিনব উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের।