এবার গোমাংস নিয়ে বিতর্ক তৈরি করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী। তাঁর কথায়, ‘সমস্ত ভারতীয়র ডিএনএ–ই এক। শুধু যারা গোমাংস ভক্ষণ করে তাঁদের ডিএনএ আলাদা।’ এই বিতর্কিত দাবি করলেন সাধ্বী প্রাচী। আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে মন্তব্য করেছিলেন, ‘সমস্ত ভারতীয়র শরীরেই এক ডিএনএ রয়েছে।’ সুতরাং সাধ্বীর মন্তব্যে বিতর্ক বাড়লই।
গাজিয়াবাদে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘সমস্ত ভারতীয়র ডিএনএ–ই এক। তাঁর ধর্ম যাইহোক না কেন।’ আর রাজস্থানের দৌসায় এক অনুষ্ঠানে যোগ দেন সাধ্বী। তখনই তিনি মোহন ভাগবতের বক্তব্যের প্রতিক্রিয়ায় চরম বিরোধিতা করে জানিয়ে দেন, বাকি ভারতীয়দের সঙ্গে গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ এক হতে পারে না।
লাভ জিহাদ নিয়েও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন সাধ্বী। নেত্রীর কথায়, ‘লাভ জিহাদের মাধ্যমে যেভাবে মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে, তা থামাতেই হবে সরকারকে।’ তাঁর দাবি, সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার আইন আনা হোক। সেই আইনে দুইয়ের বেশি সন্তানের অভিভাবকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হোক। দু’জনের বেশি বাচ্চা থাকলে সেই পরিবারকে সরকারি সুযোগ–সুবিধা দেওয়া বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন সাধ্বী।