বিনোদন ব্রেকিং নিউজ

সাধ খেলেন হবু মা নাতাশা

নতুন সদস্য আছে চলেছে বরুণ ধাওয়ান, এবং নাতাশা দালালের পরিবারে। ফের বলিউড পেতে চলেছে একজন নতুন স্টারকিড। এখন থেকেই শুরু হয়ে গেল তার উদযাপন। ইতিমধ্যেই ধুমধাম করে সাধ খেয়ে ফেলেছেন বরুণ পত্নী।

বেবি শাওয়ারের ছবি শেয়ার করেছেন শাহিদ পত্নী মীরা রাজপুত। সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের অফ শোল্ডার পোশাকে সেজেছিলেন হবু মা, যেখানে স্পষ্ট তাঁর বেবিবাম্প। টেডির থিমে সাজানো হয়েছিল ব্যাকগ্রাউন্ড, এসেছিল বিরাট কেকও। সেসব ছবি শেয়ার করেই মীরা লেখেন, ‘অভিনন্দন ন্যাটস অ্যান্ড ভিডি।’

থিম কেকের ছবিটি শেয়ার করেন মীরা রাজপুত। সেখানে দেখা যাচ্ছে এই কেকের উপর একটি টেডি রাখা আছে। তার গলায় আবার গোলাপি রঙের একটা বো এবং হাতে গোলাপি ফুল ধরা। এই ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে  লেখেন, ‘অনেক শুভেচ্ছা নিও নাতাশা এবং বরুণ। অনেক শুভেচ্ছা তোমাদের।’