জেলা ব্রেকিং নিউজ

Cannabis Recovered: ভারত-বাংলাদেশ সীমান্তে গাঁজা ভর্তি বস্তা উদ্ধার

বসিরহাট জেলার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের নিত্যানন্দকাটি তারালী গ্রামে ১৩ কেজি গাজা উদ্ধার করল ১১২ – নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে ‘সি’ কোম্পানির ইন্সপেক্টর লেখরাজ মিনারের কাছে একটি খবর আসে।সেই খবরের ভিত্তিতে হানা দিয়ে পাটকাঠি বোঝাই জায়গা থেকে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন জওয়ানরা। ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে তার মধ্যে থেকে প্রায় ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা ভর্তি বস্তা উদ্ধারের পর চক্ষু চড়ক গাছ সীমান্ত রক্ষী বাহিনীর।যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।

উদ্ধার হওয়া গাঁজা তেতুলিয়া শুল্ক দফতরের হতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারিনি বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর অনুমান গাঁজা  অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছিল সুযোগ বুঝে বাংলাদেশে পাচারের জন্য। তার আগেই ধরা পড়ে যায় বিএসএফের হাতে।

জানা গেছে, এই হাকিমপুর সীমান্ত দিয়ে গত কয়েকদিনে সব থেকে বেশি মানব পাচার হয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছে বহু বাংলাদেশী। কিন্তু সীমান্ত রক্ষীবাহিনীর কঠোর নিরাপত্তা থাকায় অপরাধীরা ধরা পড়ছে বারবার।