টুইটারে এখন ট্রেন্ডিং— #ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগ্যান্ডা। ভারতের পক্ষ থেকে এই সুরটি প্রথম বেঁধে দিলেন শচীন তেন্ডুলকার। বুধবার রিহানা, থানবার্গের টুইটের বিরোধিতা করে কড়া সুরেই টুইট করেছেন শচীন তেন্ডুলকর। ওখানে তিনি লিখেছেন, ‘বহিরাগত কোনও শক্তি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাতে পারে না। দেশ আমাদের, দেশের ভাল–মন্দ বোঝার দায়িত্বও আমাদের।’ তিনি একা নন, একই সুরে টুইট করেছেন লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, অজয় দেবগন, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা।
বুধবার কেন্দ্রের পক্ষ থেকে কৃষক আন্দোলন নিয়ে কড়া নির্দেশ দেন অমিত শাহ। কৃষক আন্দোলনে ব্যবহার করা হয়েছে আপত্তিকর হ্যাশট্যাগ। লেখা হয়েছে, #মোদী প্ল্যানিং ফারমার জেনোসাইড—যারা টুইট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য টুইটারকে নোটিস পাঠায় বৈদ্যুতিন তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, নির্দেশিকা সত্ত্বেও আপত্তিকর হ্যাশট্যাগের সঙ্গে যুক্ত টুইটার অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবস্থা না নিলে সংস্থার বিরুদ্ধে মামলা করা হবে।
মাস্টার ব্লাস্টার টুইটে লিখেছেন, ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বহিরাগত কোনও শক্তি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাতে পারে না। তাঁরা শুধুমাত্র দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রাই শুধুমাত্র ভারতকে জানে এবং দেশের ভাল–মন্দ বোঝার দায়িত্বও দেশবাসীরই।
শুধু দেশেই নয়, ইতিমধ্যে বিদেশেরও সমর্থন পেয়েছেন আন্দোলনকারী কৃষকরা। শুরু হয়েছিল জাস্টিন ট্রুডোকে দিয়ে। এরপর মার্কিন গায়িকা রিহানা থেকে সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থানবার্গ একে একে অনেকেই সোচ্চার হয়েছেন কৃষকদের সমর্থনে। আর ঠিক এরপরই কেন্দ্রের সুরে সুর মিলিয়ে শচীনের কটাক্ষ, ‘ভারতীয়রাই ভারতকে জানে এবং ভারতই সিদ্ধান্ত নেবে।’ যা ভাল চোখে দেখছেন না নেটিজেনরা।
শচীনের এই টুইট ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। কেউ বলছেন, টেনিস এলবোর পাশাপাশি শিড়দাঁড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে শচীনের। কেউ লিখেছেন, আজ থেকে শচীনের ভাবমূর্তি বদলে গেল তাঁর কাছে, কেউ আবার লিখেছেন, শচীনের লেখা বই পুড়িয়ে ফেলবেন তিনি।
উল্লেখ্য, কৃষকদের পাশে দাঁড়ানোয় রিহানা, থানবার্গের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেয় বিদেশ মন্ত্রক। রিহানা, থানবার্গের উদ্দেশে লেখা হয়, সংবেদনশীল সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগের প্রলোভন দেখিয়ে তারকারা যখন কোনও মন্তব্য করেন কিংবা কোনও কিছুকে সমর্থন করেন, সবসময় তা সঠিক হয় না বা দায়বদ্ধতার পরিচয় দেয় না।
