লিড নিউজ

কংগ্রেস ত্যাগ করতে চলেছেন শচীন পাইলট!‌ জল্পনা

আজই কী কংগ্রেস ছাড়বেন শচীন?‌ এই প্রশ্নই এখন জাতীয় রাজনীতিতে উঠতে শুরু করেছে। কারণ শচীনকে নিয়ে চাপানউতোরের মধ্যে সোমবার ভোর রাতে জরুরি বৈঠক ডাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ওই বৈঠকে উপস্থিত ছিলেন না শচীন। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। কংগ্রেস সরকার যে এখনও অটুট রয়েছে তা নিশ্চিত করে দল।
মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রীর লড়াইয়ে উত্তর ভারতের এই রাজ্যেও ক্ষমতা হাতছাড়া হওয়ার জোগাড় কংগ্রেসের। নিজেদের আনুগত্য প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক। আর জয়পুর থেকে দিল্লিতে ঘাঁটি গেড়েছেন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের অনুগামী হিসেবে পরিচিত শিবিরের কয়েকজন বিধায়ক। তার মধ্যে আছেন রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতিও।
রাজস্থান কংগ্রেসে দায়িত্বে থাকা অবিনাশ পাণ্ডে বলেন, ‘‌কাগজে সই করে সমর্থন জানিয়েছেন ১০৯ বিধায়ক। রাহুল গান্ধীজী, সোনিয়া গান্ধীজী এবং অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার অটুট রয়েছে।’‌ দল ভাঙানোর জন্য পদ্ম শিবির থেকে কংগ্রেস বিধায়কদের কোটি কোটি টাকা ঘুষ-সহ নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সূত্রের খবর, আজই বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন শচীন পাইলট। কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে কংগ্রেস সরকার ফেলে দেওয়ার কথিত চক্রান্ত নিয়ে নিজেদের বক্তব্য জানাতে গত শুক্রবার গেহলট, সচিন পাইলট এবং শাসকদলের মুখ্য সচেতককে নোটিশ পাঠিয়েছিল রাজস্থান পুলিশ। যার পরে উত্তর–ভারতের ওই রাজ্যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা নেয়। পুলিশের নোটিশ পাঠানোর বিষয়টিকে ভালভাবে দেখছেন না পাইলট শিবির। এটিকে তাঁরা অপমান হিসেবে দেখছে।
রাজ্যে সরকার বাঁচাতে খোদ ময়দানে নামতে বাধ্য হয়েছেন রাহুল গান্ধী। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা দলের তরুণ মুখ শচীন পাইলটকে তিনি দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভার ১০৭ বিধায়ক রয়েছে কংগ্রেসের হাতে। বাইরে থেকে ১০ নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় লোক দল, সিপিএম, ভারতীয় ট্রাইবাল পার্টির ৫ বিধায়কও গেহলটের ঝুলিতে। পদ্মশিবিরের হাতে রয়েছে ৭৩ বিধায়ক।