ফের চর্চায় কংগ্রেস নেতা তথা রাজস্থানের উপ–মুখ্যমন্ত্রী শচীন পাইলট। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর শচীন পাইলটও কি যোগ দিতে চলেছেন বিজেপিতে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোলাপি শহরে। বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা রাজস্থানের বিজেপির প্রধান এপি আবদুল্লাহকুট্টির বক্তব্যের পর এই নিয়েই তীব্র জল্পনা ছড়িয়েছে।
কী বলেছেন আবদুল্লাহকুট্টি? সাংবাদিকদের কাছে পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠে তিনি বলেন, ‘শচীন পাইলট খুবই ভাল নেতা। আমি মনে করি অদূর ভবিষ্যতে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।’ এই বক্তব্যের পরই জল্পনা ছড়িয়েছে। তাহলে কী একসময়ের বিশ্বস্ত সঙ্গী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর এবার কী আরেক সঙ্গী শচীন পাইলটকেও হারাতে চলেছেন রাহুল গান্ধী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কংগ্রেসের অন্দরে। তরাজস্থান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র সাদিক চৌহানও আবদুল্লাহকুট্টির এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন।
আগেও একাধিকবার শচীন পাইলটের দল ছাড়া নিয়ে জল্পনা ছড়িয়েছে। গত বছরই শচীন পাইলট এবং তাঁর অনুগামী ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শেষপর্যন্ত গান্ধী পরিবারের হস্তক্ষেপে বিবাদ মেটে। সামনেই গেহলটের মন্ত্রিসভায় রদবদলের কথা রয়েছে। আর তাই আগেই পুনরায় পুরনো সেই বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজস্থান মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিয়ে ২১ জন সদস্য রয়েছে। সেখানে স্থান পেতে পারেন মোট ৩০ জন মন্ত্রী।