জেলা লিড নিউজ

৩৭০ টাকা দরে ‘সবুজ সাথী’র সাইকেল বিক্রি, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষিকা

বলা হয় শিক্ষক-শিক্ষিকারা মানুষ গড়ার কারিগর। শিশুর পাঠ দেওয়া থেকে শুরু করে ভবিষ্যৎ জীবনে পদক্ষেপের ভিতটা তো তাঁরাই গড়ে দেন। লজ্জার বিষয় এবার এক শিক্ষিকাই চুরির দায়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন।

মমতা সরকারের স্কুল পড়ুয়াদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘সবুজ সাথী’। এই প্রকল্পে সরকারি স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এবার সেই ‘সবুজ সাথী’ -র সাইকেল চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষিকা।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই শিক্ষিকার নাম রিঙ্কু দাস। একই সাথে পুলিশ গ্রেফতার করেছে সাইকেল ক্রেতাকেও। ঘটনা, উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের।

জানা গেছে, মঙ্গলবার একটি ভ্যানে করে ৪ টি ‘সবুজ সাথী’র সাইকেল নিয়ে যাচ্ছিল এক ভ্যানওয়ালা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় ভ্যানওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে জেরার মুখে ভ্যানওয়ালা স্বীকার করে সাইকেল পিছু মাত্র ৩৭০ টাকা দরে মোট ৮ টি সাইকেল কিনেছেন ওই ব্যক্তি। তাই তিনি স্কুল থেকে সেগুলো নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, সরকারি সাইকেল কে বিক্রি করলেন? প্রশ্নে ভ্যানওয়ালার জবাব, সাইকেলগুলি বিক্রি করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস।

খবর চাহর হতেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্রমশই জমছে ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে এলাকাবাসী ভ্যানওয়ালাসহ সাইকেলগুলিকে চারঘাট ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন।