বিতর্কের সবরীমালা মন্দির এবার খুলল। সাত মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল কেরলের সবরীমালা মন্দির। তবে প্রচুর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই মন্দিরে রজঃস্বলা নারীদর প্রবেশ নিয়ে কম জলঘোলা হয়নি। মামলা পর্যন্ত হয়েছিল। বারবার সংবাদের শিরোনামে চলে এসেছিল সবরীমালা মন্দির।
জানা গিয়েছে, ওনামের পর থেকে কেরলের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। দৈনিক আক্রান্তের সংখ্যা সাত থেকে আট হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও উন্নত স্বাস্থ্য–ব্যবস্থার কারণে সে রাজ্যে মৃত্যুহার মাত্র ০.৩ শতাংশ। আগেই সতর্ক করা হয়েছিল এই রাজ্যকে। এই রাজ্যই প্রথমে করোনা মোকাবিলায় রোল মডেল হয়ে উঠেছিল।
আর আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও সব কিছু বন্ধ থাকায় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পর্যটনের জন্য দরজা খুলে দিয়েছে কেরল। শনিবার সবরীমালা মন্দিরের দরজাও খুলে গেল। তবে দিনে ২৫০ বেশি দর্শনার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলে ঠিক হয়েছে। দর্শনার্থীদের অনলাইনে নথিভুক্ত করতে হচ্ছে নাম। শুধুমাত্র ১০ থেকে ৬০ বছর বয়সিরা মন্দিরে ঢোকার অনুমতি পাচ্ছে। মাস্ক তো পরতেই হচ্ছে। এমনকী দর্শনার্থীদের করোনা নেগেটিভ শংসাপত্র সঙ্গে নিয়ে আসতে হচ্ছে।