স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান বাংলাদেশে। আর সেখানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঢাকা সফরকে সামনে রেখে আগামী ৪ মার্চ সেখানে যাচ্ছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর। আগামী ৪ থেকে ৬ মার্চ, তিনদিনের ঢাকা সফর করবেন জয়শংকর।
জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আয়োজন করা হয়েছে বড় অনুষ্ঠানের। মোদীর সফরকালে দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা চূড়ান্ত করতেই জয়শংকর ঢাকায় যাচ্ছেন। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। আরও খবর, আগামী ২৬ মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন।
উল্লেখ্য, প্রায় দু’বছর আগে বিদেশমন্ত্রী জয়শংকর ঢাকা সফরে গিয়েছিলেন। তারপর ২০২০ সালের প্রথম দিক থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস থাবা বসানোয় একের পর এক বিদেশ সফর বাতিল হয়ে যায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীদের। এবার তা কাটিয়ে ফের ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে বলে খবর।
