দেশ

‘‌ভারতীয়দের নিরাপত্তাই একমাত্র লক্ষ্য’‌

ভারতীয়দের নিরাপদে ফেরানোটাই এখন ভারতের মূল লক্ষ্য। তাই আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারত তালিবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, ‘এটা খুবই প্রাথমিক সময়। কাবুলের উপর আমরা নজর রাখছি।’

ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক এখন ছিন্ন হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘আফগানিস্তানের মানুষের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক জারি থাকবে। তবে আপাতত যে ভারতীয়দের নিরাপত্তাই একমাত্র লক্ষ্য।’‌ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘শুধু ভারত নয়, অন্যান্য দেশও আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর দিয়েছে।’‌

এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুল এবং ভারতের মধ্যে একবার বাণিজ্যিক বিমানযাত্রা শুরু হলেই সে দেশের হিন্দু এবং শিখদের নিয়ে আসার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় তাঁদের জন্য ভারতে পুনর্বাসনের ব্যবস্থা সরলীকরণ করা হবে।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিশেষ আফগানিস্তান সেলও গঠন করা হয়েছে। কোনও অমুসলিম আফগান নাগরিক যদি ভারতে পুনর্বাসন চান সেক্ষেত্রে এই সেলে যোগাযোগ করে সেই আবেদন জানানো যাবে। +919717785379 নম্বরে ফোন করে বা MEAHelpdeskindia@gmail.com, এই ই-মেল আইডি মেল করে আবেদন করা যাবে।