আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

এই মাসেই ভারতে আসছে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম

এ মাসের মধ্যেই ভারতে এসে পৌঁছাবে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম।যুদ্ধের পরিস্থিতিতে মনে করা হচ্ছিল, বর্তমানে রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার ফলে সেই দেশ থেকে প্রয়োজনীয় সিস্টেম ভারতের পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। কিন্তু এ সকল জল্পনা উড়িয়ে এদিন রাশিয়া জানিয়েছে, এই মাসের মধ্যেই সম্ভবত ভারতে তাদের দ্বিতীয় S-400 মিসাইল সিস্টেম এসে পৌঁছাবে। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারতের সিস্টেম যে আরো উন্নত হতে চলেছে, যা ভারতের জন্য খুবই সুখকর।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে S-400 সিস্টেম ডেলিভারির জন্য 2018 সালের 5 ই অক্টোবর ভারতের সাথে চুক্তি হয়। এরই মাঝে 2021 সালের 6 ই ডিসেম্বর ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছান রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। সেই সময় চুক্তি নিয়ে কথা হওয়ার মাঝেই আমেরিকা ভারতকে ‘রাশিয়ার সঙ্গে মিসাইল সিস্টেম চুক্তি’ নিয়ে হুঁশিয়ারি দেয়। সেই সময় কেন্দ্র সরকার মাথানত করতে অস্বীকার করে। এরপর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিধ্বংসী যুদ্ধ শুরু হয়। ফলে পরিস্থিতি আরো সংকটময় হয়ে পড়ে।

বিশ্বের একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে সমস্ত রকম জিনিসের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমত অবস্থায় ভারতের বুকে মিসাইল সিস্টেম পৌঁছানো নিয়ে সংশয় তৈরি হয়। তবে সূত্রের খবর মারফত খবর মিলেছে, রাশিয়া থেকে একটি সিস্টেম পূর্বেই ভারতে এসে পৌঁছায় এবং যুদ্ধের পরিস্থিতি মাঝেও এই মাসের মধ্যে ভারতের দ্বিতীয় S-400 মিসাইল সিস্টেম এসে পৌঁছানোর ব্যাপারে সবুজ সংকেত দিল রাশিয়া।