আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

চন্দ্রযানে স্বপ্নভঙ্গ রাশিয়ার, অবতরণের আগেই ভেঙে পড়ল লুনা ২৫

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫। সোমবার চাঁদে মাটিতে নামার কথা ছিল রাশিয়ার চন্দ্রযানের। মহাকাশ যানটি আরেক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেতে পারত। কিন্তু তার আগেই সব শেষ। ফলে ইতিহাস তৈরি করতে পারল না রাশিয়া। গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে সামিল হয়েছিল রাশিয়া। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হল।

সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে রুশ মহাকাশ যানের সফল অবতরণ হলে তৈরি হত নতুন ইতিহাস। কারণ এর আগে দক্ষিণ মেরুতে কোনও মহাকাশ যানের সফল অবতরণ হয়নি। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা চন্দ্রযান তিনের। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে জরুরি পরিস্থিতির মুখোমুখি হয় লুনা ২৫। বেশি গতির কারণে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

মূল মহকাশ যানের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর গতি কমিয়েছে ভারতীয় চন্দ্রযান। রবিবার আরও কিছুটা গতি কমানো হয়। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান তিনের। গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান তিন। রবিবার দুপুরে ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান। ইসরোর ওয়াবসাইট, ফেসবুক, ইউটিউবে চন্দ্রযান তিনের অবতরণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে।