আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চিন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চিন সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপাতত সেই দিকে নজর রাখছে সমগ্র বিশ্ব। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে চিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট। সফরকালে পুতিন তাঁর ‘প্রিয় বন্ধু’ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সির যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে চিন। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথি পুতিন।

উল্লেখ্য, এই সময়ে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্য রক্তক্ষয়ী সংঘাত চলছে। অন্যদিকে, ইউরোপে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ছায়া সম্মেলনে পড়বে বলে ধারণা করা হচ্ছে।