ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমী দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রায় তলানিতে। জার্মানির রাজধানী বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় স্মৃতিসৌধে রাশিয়ার পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে বার্লিন পুলিশ।
আদালত বলেছে, এটি পুলিশের সঙ্গে একমত যারা রাশিয়ার পতাকা এবং সেন্ট জর্জ ফিতাকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে আশঙ্কা করেছিল। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তারা যুদ্ধের প্রতি সহানুভূতির ঘোষণা হিসাবে এ পদক্ষেপ।
পুলিশ মূলত ৮ এবং ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে স্মৃতিসৌধগুলিতে ইউক্রেনীয় এবং রাশিয়ান উভয় পতাকা নিষেদ্ধ করেছিল। তাঁদের যুক্তি, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে এই স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধের প্রতি সম্মান রক্ষা করা উচিত। তবে দেশটি ইউক্রেনের পতাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
রাশিয়া এর বিরুদ্ধে আপিল করলেও, জামার্নির উচ্চ আদালত নিষেদ্ধাজ্ঞা বহাল রেখেছে। পরিস্থিতির দিকে সব পক্ষ নজর রাখছে বলেই জানা গিয়েছে।
You must be logged in to post a comment.