আন্তর্জাতিক

পাকিস্তানকে অস্ত্র নয় সিদ্ধান্ত রাশিয়ার

পাকিস্তানের জন্য দুঃখের খবর। কারণ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার পুরনো নীতি ফিরিয়ে আনছে রাশিয়া। সূত্রের খবর, ভারতের অনুরোধেই রাশিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছে। ফলে চাপ বাড়ল পাকিস্তানের। এখন বন্ধু দেশ চিনের ওপরই ভরসা রাখতে হবে পাকিস্তানকে। এটা কূটনৈতিক স্তরে বড় জয় নয়াদিল্লির বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শইগুর বৈঠক হয়। তার পরই মস্কোর এই সিদ্ধান্তে খুশি নয়াদিল্লি।
এদিন টুইটারে রাজনাথ লিখেছেন, আজ মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শইগুর সঙ্গে দুর্দান্ত বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষত কীভাবে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। টুইটারে এই কথা লেখার পরই ভারতের জন্য এল সুখবর।
পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার আগের নীতিই মেনে চলবে রাশিয়া। রুশ সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে রাশিয়ান মন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন রাজনাথ সিং। এছাড়াও সে দেশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী এবং রাশিয়ান নৌবাহিনীর মধ্যে দ্বি–দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া অনুশীলনের একাদশতম সংস্করণ ৪–৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত রয়েছে।