ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি৷রুশ বাহিনীর তান্ডব অব্যাহত৷ এই পরিস্থিতিতে যুদ্ধের চতুর্থ দিনে শান্তির আবেদন জানালেন পোপ ফ্রান্সিস৷ অন্যদিকে দেশের পরমাণু অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এর তীব্র সমালোচনা করল হোয়াইট হাউস৷
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের মুখে পিছু হঠার প্রশ্ন নেই।তিনি দেশের স্বাধীনতা রক্ষায় নাগরিকরা হাতে অস্ত্র তুলে নেওয়ার আবেদন করেছেন৷পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সামরিক সাহায্যে করবে জার্মানি।ইউক্রেনে এবার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।
এদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত রাশিয়া। যদিও রাশিয়ার সঙ্গে কোনওরকম শান্তি বৈঠকে বসতে নারাজ জেলেনস্কি।