আজ সপ্তম দিনে পড়ল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন। সেখানে পাঠরত পড়ুয়াদের নিয়ে চিন্তায় তাদের পরিবার। ইউক্রেনে আটকে রয়েছে এখনও হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রীরা। ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে তাঁরা সীমান্তে পৌঁছিয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে নিজেদের বড় ধরনের জীবনহানির আতঙ্ক। ইতিমধ্যেই রাশিয়ার মিসাইল হায়লায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বেলারুশ সীমান্তে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে বৈঠক করার কথা হলেও তার কোন ফল পাওয়া যায়নি। কারণ এখনও পর্যন্ত কোন পক্ষ থেকেই যুদ্ধ স্থগিত করার কথা বা কোনোরকম শান্তিপূর্ণ বার্তার সিদ্ধান্ত জানানো হয়নি।
তাই অবিলম্বে এই যুদ্ধ থামানোর পক্ষে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নিজেদের মাতৃভাষাকে পাথেয় করে হাতে প্ল্যা্কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন।মঙ্গলবার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী শহর বসিরহাটের সাম্রাজ্যবাদী ফোরাম সংগঠন পথে নামলো রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রতিবাদে।