টানা দুমাস ধরে ঘাত প্রতিঘাত পাল্টা আঘাত বিধ্বংসী যুদ্ধের পর সম্পূর্ণ মারিওপোল এখন রাশিয়ার সেনাবাহিনীর দখলে। তবুও মারিওপোলের লৌহ ইস্পাত কেন্দ্রে ঘাঁটি গেড়ে মরিয়াভাবে আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনা। তাদের বক্তব্য, হয় মৃত্যু নয় আত্মসমর্পণ; শেষ যুদ্ধ জয়ের চেষ্টায় ইউক্রেনীয় সেনা।
অবশেষে মারিওপোলে আত্মসমর্পণ ৭০০ জন ইউক্রেনীয় সেনার। এদিন রাশিয়ার বিবৃতিতে বলা হয় রাশিয়ার আক্রমণে ভীত হয়ে মারিওপোলে আত্মসমর্পণ করেছে ৭০০ ইউক্রেনীয় সেনা। শুধু তাই নয় অন্যদিকে কিয়েভে আবারও দূতাবাস খুলল আমেরিকা।প্রাণপণ চেষ্টা করেও রাশিয়াকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা। এবার হয় মৃত্যু নয় কারাবাস মরিয়া ইউক্রেনীয় সেনারা। এদিকে সমগ্র শহর ঘিরেছে রুশ বাহিনী।
ইতিমধ্যেই ইউক্রেনীয় সেনার বিশেষ বাহিনী আজভ ব্যাটালিয়ন এবং ৩৬ মেরিন ব্রিগেডের অধিকাংশ সেনা আহত। ফুরিয়ে গিয়েছে তাদের পর্যাপ্ত খবার ও যুদ্ধসামগ্রী মারিওপোলে আটকে পড়া সেনারা আপাতত আশ্রয় নিয়েছে ইস্পাত কারখানার নিচে সোভিয়েত আমলের একটি সুড়ঙ্গে।
রয়টার্স সুত্রে খবর, জেলেনস্কি সরকার আপাতত যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মারিওপোলে আটকে পড়া সেনাদের। রাশিয়ার বিদ্রোহী বাহিনীর কমান্ডার ডেনিস পুশিলিন বুধবার জানান, ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডাররা আত্মগোপন করে রয়েছে। অপরদিকে ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেকসান্দ্র মতুজায়নিক বলেন, মারিওপোলে আটকে পড়া সেনাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক মস্কোর তরফ থেকে সাহায্য ও নিরাপত্তার আশ্বাস আসলেও যুদ্ধবন্দী সেনা জওয়ানদের ঘরে না ফেরাতে পারা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ইউক্রেন সরকার।