ইউক্রেনবাসীরা বলছেন, তারা অন্তত ১৫০ টি মৃতদেহকে একসাথে কবর দিতে দেখেছেন। আর এই ছবি তুলে ধরে রাশিয়াকে বিঁধলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি। একটি ভিডিও বার্তা মারফত জেলেনেস্কি বলেন, রাশিয়ার নেতাদেরকে এই ছবি দেখাতে চাই। তারা জানুক কীভাবে শান্তি প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে। এত অত্যাচার, রাস্তায় ছড়িয়ে থাকা মানুষ, অস্ত্র এর দায় কার?
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৩৪ তম দিনে ইস্তানবুলে আলোচনায় বসে দু’দেশের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নেন প্রতিবেশী দেশের কূটনীতিকরাও। এরপর ইউক্রেনে গণকবর উদ্ধারের ঘটনায় রাশিয়াকে একহাত নেন প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বলেন, এত গণকবর বলছে রাশিয়া কিভাবে তার শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রক্ষা করছে!
অপরদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, কিয়েভের বিস্তীর্ণ এলাকা থেকে ৪১০ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বেসামরিক হতাহতের কথা অস্বীকার করা হয়েছে।
ইতিমধ্যে ইউক্রেন রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে মৃত সাধারণ নাগরিকদের ছবি দেখে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি বিবৃতি দিয়ে বলেন, এই দৃশ্য দেখে তিনি মর্মাহত এবং এজন্য তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।