ক্রমশ যুদ্ধে ধ্বংস হতে চলেছে ইউক্রেন। ইউক্রেনের উপর যে কোনও মুহূর্তে ভয়ংকর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া, এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। যার ফলে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। প্রায় এক মাস ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ভ্যাকিয়ুম বোমা, অত্যাধুনিক মিসাইল সবই ব্যবহার করে ফেলেছে তারা। ন্যাটো মনে করছে, এবার হয়তো রাসায়নিক যুদ্ধের দিকে হাঁটতে পারে পুতিন।
মঙ্গলবার সদস্য দেশগুলির স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার আগে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাটোর সাধারণ সম্পাদক জেন্স স্টোলেনবার্গ।
সম্প্রতি, রাশিয়া অভিযোগ তোলে, রাসায়নিক অস্ত্র মজুত এবং তৈরি করছে ইউক্রেন আর তাকে মদত দিচ্ছে ন্যাটো। বর্তমানে, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক হামলা চালায় সে ক্ষেত্রে ইউক্রেনের পাশে দাঁড়াবে কি ন্যাটোর সৈন্য ?
রাশিয়ার আক্রমণে একপ্রকার উত্তাল বিশ্ব রাজনীতি। বিনা কারণেই ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া। কীভাবে সদস্য দেশগুলিকে বাঁচানো যায় তা এখন চিন্তার বিষয়। তবে যুদ্ধে যে ন্যাটো জড়াতে চাই না তা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুন মাস নাগাদ সমস্ত সদস্যদের নিয়ে ন্যাটোর এক বৈঠকের আয়োজন করেছে মাদ্রিদে। ওই বৈঠকে সদস্যপদ এবং জোটের শর্ত এবং মেয়াদ নিয়ে আলোচনা করা হবে। ফলে ইউক্রেনের ভবিষ্যতে কি হতে চলেছে তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব।
You must be logged in to post a comment.