আগের থেকেও ভারতকে কম হারে তেল বেচতে আগ্রহী রাশিয়া। পশ্চিমি দেশগুলির জারি করা নিষেধাজ্ঞার কারণেই এই পদক্ষেপ নিয়েছে মস্কো।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ব্যারেলে ৩৫ ডলার পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে মস্কো। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে যা বাজারদর তার চেয়েও কম দরে অপরিশোধিত তেল পেতে চলেছে ভারত! যদি এমনটা হয় সে ক্ষেত্রে দেশে অতিরিক্ত পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ভারত তাদের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করে। তবে রাশিয়ার থেকে স্বল্প পরিমাণ তেলই কেনে ভারত।
অন্যদিকে আমেরিকা ভারতকে সতর্ক করেছে। যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টি নিয়ে বিরূপ হয়েছে পশ্চিমের দেশগুলি। বৃহস্পতিবার ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী,আবার দেশে রয়েছেন ব্রিটেনের বিদেশ সচিব এলিজাবেথ ট্রাস। রাশিয়া ভারতকে প্রাথমিক ভাবে ১.৫ কোটি ব্যারেল তেল কেনার জন্য অনুরোধ জানিয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে দেশে মাত্র ৭৪ দিনের তেলের স্টক রয়েছে। যেখানে অন্যান্য দেশগুলিতে ৯০ দিন অর্থাৎ তিন মাসের জ্বালানি স্টক করা থাকে। সেখানে ভারতে তেলের পরিমাণ অনেকটাই কম। তার সঙ্গে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম। এমতাবস্থায় মস্কোর দেওয়া এই সুযোগ গ্রহণ করলে পরোক্ষভাবে উপকার হবে ভারতেরই। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমী দেশগুলির চোখে ভারতের জায়গা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখন কি সিদ্ধান্ত নেবে ভারত সেইদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।