আন্তর্জাতিক

এই মাসেই বাজারে আসছে রাশিয়ার ভ্যাকসিন

করোনায় আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। গোটা বিশ্বের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে রাশিয়া। যদিও এই ভ্যাকসিনটি নিয়ে অনেক বিতর্কের অবকাশ রয়েছে। রাশিয়া জানিয়েছে যে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আগস্টের শেষের দিকেই এই ভ্যাকসিন বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে। গত ১১ অগাস্ট করোনা ভ্যাকসিন প্রস্তুত বলে জানায় মস্কোর গ্যামেলিয়া ইনস্টিটিউট।
রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন বাধ্যতামূলক তৃতীয় দফার পরীক্ষা ছাড়াই অনুমোদন পেয়েছে বলে অভিযোগ। অত্যন্ত দ্রুত গতিতে এই ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেছে। যেভাবে এই ভ্যাকসিনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে, তাই নিয়েই প্রশ্ন উঠেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দু’‌সপ্তাহের মধ্যে করোনা টিকার প্রথম ব্যাচ বাজারে ছাড়া হবে। পশ্চিম বিশ্ব রুশ টিকাকে নিরাপদ নয় বলে যে উদ্বেগপ্রকাশ করেছে, তাও নাকচ করে দেন মুরাশকো। তিনি বলেন, ‘‌প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে।’‌
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাশিয়ার ভ্যাকসিন নিয়ে উচ্ছ্বাস প্রকাশের মতো কিছু শোনা যায়নি। যদিও রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এই টিকা গ্রহণকারীরা কোনও সমস্যায় পড়ছেন কি না, তা পর্যবেক্ষণে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে।