মাটি খুঁড়তেই প্রাচীন রুপোর মুদ্রার দেখা। শতাব্দী প্রাচীন রানী ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন মুদ্রা কুড়াতে হুড়োহুড়ি বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা গ্রামবাসীদের মধ্যে।
জানা গেছে, অমৃত প্রকল্পের পানীয় জলের জন্য মাটি খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ চলছিল। কিন্তু মাটি খুঁড়তেই ঠিকাদারদের চক্ষু চড়ক গাছ। একে একে শতাব্দী প্রাচীন মাটির এক কলসী রুপোর মুদ্রা জেসিবি গাড়ির টানে উঠে আসে। যেখানে রয়েছে শতাব্দী প্রাচীন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন এর প্রাচীন রুপোর মুদ্রা। যা দেখতে কাতারে কাতারে গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন এলাকায়।
এরপর রুপোর মুদ্রা ভর্তি কলসি তুলে আনতেই গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় সেই মুদ্রা কুড়ানোর। দেখা যায়, জমির মালিকের জন্য একটি-দুটি মুদ্রা রেখে বাকি প্রাচীন রৌপ্য মুদ্রা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় যে যার মত।
ইতিহাসবিদরা বলছেন, প্রাচীন সংস্কৃতির বহু মূল্যবান এই মুদ্রা প্রমাণ করে ১৮৫৭ সালে ব্রিটিশ-ভারতে ইংরেজরা এখানে ঘোড়া দৌড়ের মাধ্যমে মুদ্রা এনেছিল। কিন্তু কোন কারণে ওই মুদ্রা গুলি মাটিতে পুঁতে রাখায় বছরের পর বছর শতাব্দী প্রাচীন এই মুদ্রা আজও অক্ষত রয়ে গেছে। মুদ্রা উঠে আসার ঘটনায় জমির মালিক স্থানীয় প্রধান ও প্রশাসনকে খবর দেন। তবে এই ঘটনার পর জল প্রকল্পের পাইপলাইন কাজ আপাতত বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পিএইচই আধিকারিকরা পৌঁছেছেন।