ব্রেকিং নিউজ রাজ্য

রানওয়ে সংস্কার, এপ্রিলে টানা ১৫ দিন উড়ান বন্ধ

বায়ুসেনার নির্দেশ মেনে বিমানবন্দরের রানওয়ে সংস্কারের জন্য এপ্রিলে টানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। খবর চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের।

জানা গেছে, বায়ুসেনা গত দেড় বছর ধরে কাজ করছে বাগডোগরা বিমানবন্দরে। মূলত, রাতের দিকেই এই কাজ করা হলেও শেষ পর্যায়ের কিছু কাজের জন্য রানওয়েতে দিনে কাজ করা জরুরি। তাই অন্তত ১৫ দিন বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলত, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠা-নামা বন্ধ থাকবে বাগডোগরাতে। ইতিমধ্যে বন্দরের তরফে বিষয়টি রাজ্য সরকার ও দার্জিলিংয়ের জেলাশাসককে তা চিঠি মারফৎ জানানো হয়েছে।

উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন সেখান থেকে ৩৬টি বিমান ওঠানামা করে এবং প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করেন। এছাড়াও কিছু বড় বিমান বাগডোগরা হয়ে চলাচল করে। আবার এই বন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও নির্ভরশীল। তাই বিমানবন্দর একটানা বন্ধ থাকলে পর্যটন-সহ অন্য ব্যবসায় প্রভূত প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, পর্যটক ছাড়াও এই বন্দর থেকে প্রতিদিন বহু রোগীকে চিকিত্‍সার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় । তাই বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে।