বিনোদন ব্রেকিং নিউজ

গুজব !! নাকি সত্যি মা হতে চলেছেন ক্যাট সুন্দরী ?

বলিউড তারকাদের থেকে আসছে একের পর এক সুখবর। কয়েক সপ্তাহ আগেই আলিয়া ভাট ও রণবীর কাপু্র ঘোষণা করেছিলেন, তাদের ঘরে আসতে চলেছে এক নতুন অতিথি। কিছুদিন যেতে না যেতেই ফের গুঞ্জন। এবার তা ক‍্যাটরিনা কাইফকে নিয়ে। বলিউডের এই সুন্দরীও নাকি মা হতে চলেছেন!

আসলে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন ক‍্যাটরিনা। না বিমানবন্দরে, না বলিউড পার্টিতে, এমনকি সোশ‍্যাল মিডিয়া থেকেও দূরে রয়েছেন ক‍্যাট। আর তাতেই নেটিজেনদের একাংশের সন্দেহ হয়েছে, অভিনেত্রীও হয়তো সন্তানসম্ভবা। সূত্রের খবর আগামী ১৬ জুলাই নিজের জন্মদিনেই নাকি বড় ঘোষনাটা করবেন ক‍্যাটরিনা। শেষবার করন জোহরের ৫০ তম জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। সেজেগুজে পরিচালকের পার্টি আলো করেছিলেন তিনি। তারপর থেকেই আর দেখা নেই অভিনেত্রীর। অবশ‍্য ক‍্যাটরিনার কাছে এমন পরিস্থিতি নতুন নয়। এর আগে তার বিয়ের ঠিক পরপ‍রই খবর ছড়িয়েছিল মা হতে চলেছেন তিনি। ক‍্যাটরিনার টিম এবং ভিকির পরিবার এটি গুজব বলে উড়িয়ে দিলেও এক সূত্র সংবাদ মাধ‍্যমকে জানিয়েছিল, খবর সত‍্যি। ক‍্যাটরিনা বাস্তবিকই সন্তানসম্ভবা। তবে তাঁর কাজের কোনোরকম সমস‍্যা এতে হচ্ছে না বলেই জানিয়েছিল সূত্র। মেরি ক্রিসমাসের শুটিং করছেন ক্যাটরিনা। তবে এ ব‍্যাপারে কোনোরকম মন্তব‍্য করেননি ভি-ক‍্যাট জুটি।