দেশ লিড নিউজ

তুলকালাম রাজ্যসভায় ছেঁড়া হল কৃষি–বিল

কৃষি সংক্রান্ত তিনটি বিল লোকসভায় পাশের পর রাজ্যসভায় পাশ করাতে গিয়ে চাপে পড়ে গিয়েছে এনডিএ সরকার। তবে শিবসেনার সমর্থন পেলে এই বিল পাশ করিয়ে নিতে পারে সরকার। মোটামুটি সব বিরোধী দলই এই কৃষি সংক্রান্ত তিনটি বিল রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছে। এই নিয়ে রবিবার সংসদের উচ্চকক্ষে তুমুল হই–হট্টগোল দেখা দিয়েছে। রবিবার বিলটি রাজ্যসভায় পেশ হওয়া মাত্রই তুমুল হইহট্টগোল শুরু করেন বিরোধীরা। প্যানেল চেয়ারপার্সনের চেয়ারের সামনে দাঁড়িয়ে সংসদের রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। এরপরই স্থগিত হয়ে যায় রাজ্যসভার কাজ।
কৃষি বিপণন সংক্রান্ত তিনটি বিল পাশ করাতে মরিয়া বিজেপি। আর এই বিলগুলি রুখতে কোমর বেঁধেছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে–সহ সব বিরোধী দল। এদিকে করোনা আবহে সংসদের বাদল অধিবেশন নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই তড়িঘড়ি এই বিল পাশ করিয়ে নিতে মরিয়া বিজেপি। এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপি’‌র ৮৬ জন সাংসদ রয়েছে। আর কংগ্রেসের–৪০, তৃণমূলের–১৩, সমাজবাদী পার্টি–৮, টিআরএস–৭, বিজেডি–৯, জেডিইউ–৫, এআইএডিএমকে–৯, ডিএমকে–৭ এবং আরজেডি–৫।
এই পরিস্থিতিতে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দল এবং এনডিএ–গতভাবে জয় হাসিলের কথা ভাবছে বিজেপি। তবে রাজ্যসভায় এদিন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেন, ‘‌এই বিল পাশ হলে কৃষকদের আয় কী দ্বিগুন হবে?‌ আর কোনও কৃষক আত্মহত্যা করবে না?‌ ‌এই বিল নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হোক আলোচনার জন্য।’‌ কংগ্রেস এই বিলকে কৃষকদের মৃত্যু পরোয়ানা বলে ব্যাখ্যা করেছে। ডিএমকে এই বিল নিয়ে অধিবেশনে বলেছে, দেশের মোট জিডিপি’‌র ২০ শতাংশ দেয় কৃষকরা। সেখানে এই বিল এনে কৃষকদের ক্রীতদাসে পরিণত করতে চাইছে সরকার। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর দাবি করেছেন, এই বিল ঐতিহাসিক এবং কৃষকদের জীবন আমূল পরিবর্তন করবে। আমি নিশ্চিত করছি, এই বিল ন্যূনতম সহায়ক মূল্যের সঙ্গে সম্পর্কিত নয়।
অন্যদিকে কমপক্ষে ১০ জন সাংসদ করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে রয়েছেন। সংসদে তাঁদের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মতো রাজ্যসভার কমপক্ষে ১৫ জন সাংসদ স্বাস্থ্যজনিত কারণে উপস্থিত থাকবেন না। ফলে বিজেপি’‌র দিকেই পাল্লা ভারী হওয়ার সম্ভাবনাই প্রবল। এই তিনটি বিল হল—অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী, মান্ডির বাইরে ব্যবসায়ীদের সঙ্গে কৃষকদের সরাসরি চুক্তিতে ছাড়পত্র এবং কৃষিতে চুক্তিচাষ শুরু করা।