দেশ ব্রেকিং নিউজ

বিজেপি নেতাই অনুপ্রবেশকারী

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে প্রায়ই বাংলার মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ নিজের প্রদীপের নীচে অন্ধকার দেখতে পাননি তিনি! তাই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খোদ বিজেপি নেতা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযোগ উঠেছে। ভুয়ো নথি বানিয়ে দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করছিলেন। এমনকী, গেরুয়া শিবিরের পদাধিকারীও ছিলেন তিনি। এই কাণ্ড প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছে বিজেপি।
জানা গিয়েছে, উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান রুবেল জনু শেখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ২০১১ সাল থেকে মুম্বইয়ের বাসিন্দা রুবেল। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফেব্রুয়ারি মাসের প্রথমেই তাকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। পরিচয়পত্র হিসেবে আধার, প্যান কার্ড ছিল তার কাছে। সেই নথি পরীক্ষা করতে গিয়ে মাথায় হাত পুলিশের। পুরো জাল নথি বানিয়ে ধোঁকা দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বাংলার উত্তর ২৪ পরগনা জেলার মালপোতা গ্রাম পঞ্চায়েতে নিজের আদি বাড়ি রয়েছে, এই পরিচয় দিয়ে নথি তৈরি করেছিলেন রুবেল। সেখানকার এক স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেট জমা করেছিলেন। আর সেই ঠিকানার তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। পুলিশের হাতে তথ্য আসে মালপোতা গ্রামে রুবেল নামে কেউ থাকেন না। ইস্কুলের সার্টিফিকেটটিও সম্পূর্ণ ভুয়ো। এই তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপিকে তুলোধনা করেছে বিরোধীরা।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, রুবেল অবৈধভাবে এই দেশে বসবাস করছিল। এমনকী এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ রয়েছে পুলিশের হাতে। বিজেপি কি নিজের দলের নেতাদের নথি যাচাই করে না? এই ইস্যুতে বিজেপিকে ব্যঙ্গ করেছে এনসিপি–কংগ্রেসও। মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্তের প্রশ্ন, নাগরিকত্ব সংশোধনী আইনে কি বিজেপি কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন অমিত শাহ?