আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, ‘এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপি’র প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।’
এদিন তিনি জানান, সতর্ক থেকে সব নিয়ম মেনে ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। তাঁর কথায়, ‘এরকম সংকট আমরা আগে দেখিনি, শুনিনি। বিশ্বের করোনা পরিস্থিতি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। বিশ্বে করোনায় প্রায় পৌনে তিন লক্ষ প্রাণ গিয়েছে। আমাদের দেশেও বহু পরিবার তাঁদের স্বজনদের হারিয়েছেন। প্রত্যেক পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের বাঁচতে হবে, এগোতেও হবে।’
এই প্যাকেজে কৃষক–শ্রমিক সবকিছুর উপরই নজর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের জন্যও এই প্যাকেজ। বুধবার থেকে অর্থমন্ত্রী এই প্যাকেজের বিষয়ে নতুন তথ্য দেবে বলেও জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আমাদের আরও দৃঢ় সংকল্প নিতে হবে। একটা নতুন ভারত তৈরি করতে হবে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত। করোনা সবকিছুকে তছনছ করে দিয়েছে। একবিংশ শতাব্দী আত্মনির্ভর ভারতের হবে। এই টাকা শিল্প, পরিকাঠামো, এমএসএমই থেকে দেশের কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে। দেশের সমস্ত শ্রেণীর মানুষকে উপকৃত করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনাীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি এবং চাহিদা— এই পাঁচ স্তম্ভের উপর নির্ভর করে এই প্যাকেজ তৈরি করা হয়েছে। সংগঠিত এবং অসংগঠিত সমস্ত ক্ষেত্রের মানুষের জন্যই এই আর্থিক প্যাকেজ। এন –৯৫ মাস্ক তৈরি হত না তেমন, এখন লাখ লাখ তৈরি হচ্ছে। আত্মনির্ভর ভারতের এটাই সংকেত। আশার দিক দেখাচ্ছে। ১৩০ কোটি মানুষকে আত্মনির্ভর হতে হবে। আমাদের ঐতিহ্য তাই বলছে। সময় তো একসময় সেরকমই ছিল।’