রাজ্য লিড নিউজ

‘‌প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ১০ হাজার টাকা দিক কেন্দ্র’‌

মুখে যতই বিবাদ থাকুক, একে অন্যের দারস্থ বারবার হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না। দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য কেন্দ্রের কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিযায়ী শ্রমিক পিছু ১০,০০০ টাকা এককালীন সাহায্যের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানালেন। প্রত্যেক পরিযায়ী শ্রমিককে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হোক বলে তাঁর আর্জি।
বুধবার টুইটে মমতা লেখেন, ‘‌চলতি মহামারীর কারণে মানুষ আশাতীত অর্থকষ্টের মধ্যে রয়েছেন। কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি, তারা যেন পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকপিছু এককালীন ১০,০০০ টাকা করে সাহায্য দেয়। পিএম–কেয়ারসের একটা অংশ এই খাতে খরচ করা উচিত।’‌ যদি এই টুইটের প্রেক্ষিতে কোনও সাড়া এখনও পর্যন্ত মেলেনি।
আর পরিযায়ী শ্রমিকদের দেখা গিয়েছে, কেউ হাঁটছেন জাতীয় সড়ক ধরে, কেউ রেললাইন ধরে। কেউ গাড়ি চাপা পড়ছেন, কেউ ট্রেনের তলায়। গত দু’‌মাসে কত পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ ট্রেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই ট্রেনেরও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। নেই খাবার, নেই জল, নেই সোশ্যাল ডিসট্যান্সিং, শ্রমিক স্পেশ্যাল ট্রেনেও অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে দিনের পর দিন অভুক্ত পরিযায়ী শ্রমিকদের।
পশ্চিমবঙ্গ সরকার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে করোনা ও আমফানের জোড়া আঘাতে ক্ষতবিক্ষত হয়, সে কথাও টুইটে এদিন স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও শত সমস্যা সত্ত্বেও তাঁর সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কার্পণ্য করছে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু কথা। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে তিনি বলেছিলেন, পরিযায়ী শ্রমিকরা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষুদ্র শিল্পের কর্মী, কারিগর, হকার–সহ আমার দেশের একাংশের মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন৷। দেশের মানুষের কষ্ট লঘু করত, সমস্যা সমাধানে আমরা এক জোট হয়ে কাজ করছি। আমরা দিনরাত এক করে কাজ করছি। যদিও সেই কাজ দেখা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রীও পরিযায়ীদের জন্য কোনও প্যাকেজ ঘোষণা করেননি। প্রধানমন্ত্রীও কষ্টের কথা উল্লেখ করলেও কোনও সাহয্যের কথা মুখে আনেননি।