দেশ ব্রেকিং নিউজ

বিহারে বিলিতি মদ পাচার করতে গিয়ে গ্রেফতার কুখ্যাত দুস্কৃতী

বিহারে নিষিদ্ধ মদ বিক্রি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চড়া দামে মদ বিক্রি করে যাচ্ছিল একটি চক্র। রেলপথে সবজির ঝুড়ির আড়ালেই চলছিল বাংলা ও অসম থেকে বিদেশি মদ পাচার।

এবার রেল পুলিশের অভিযানে গ্রেফতার হল এমনই এক মদ চক্রের পান্ডা। গ্রেফতার হয়েছে বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা কুখ্যাত মদ পাচারকারী সুভাষ সাহানী ( ৪০)। উদ্ধার ব্যাগভর্তি নামীদামী ব্র‍্যান্ডের হুইস্কি।

ঘটিনায় জলপাইগুড়ি রোড স্টেশন আর পি এফ থানার আধিকারিক সুনিল কুমার জানান বুধবার রাতে জম্বু তাওয়াই এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে এলে তার এসি কামরায় রুটিন তল্লাশী চলছিল। ওই সময় সুভাষ সাহানি নামে বছর ৪০-এর এক যুবকের একটি ব্যাগ তল্লাশী করতে গেলে উদ্ধার হয় মেঘালয়ে তৈরি ২৩টি হুইস্কির বোতল। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক গৌহাটি থেকে ট্রেনে চেপেছিল। তার টিকিট ছিল বেগুসরাই পর্যন্ত। ধৃতকে আজ জি আর পির হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযুক্ত যুবক আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ গ্রেফতার হয়েছে। বিহারে মদ নিষিদ্ধ, অপরদিকে অসম বা মেঘালয় বিলিতি মদের দাম অনেকটা কম। এই সুযোগকে কাজে লাগিয়ে এরা মেঘালয় থেকে কম দামে মদ এনে বিহারে চড়া দামে বিক্রি করছিল।