ব্রেকিং নিউজ রাজ্য

Royal Bengal Tiger: সুখবর, সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

‘আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়েছে শুক্রবার (International Tiger Day 2022)৷ বাঘ দিবসে সুখবর দিল রাজ্যের বন দফতর। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, সন্তোষজনকভাবে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

পশ্চিমবঙ্গের সুন্দরবন বিশ্ব বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী ঠিকানা। বাসস্থানের অনুকূল পরিবেশ, পর্যাপ্ত খাদ্যের জোগান প্রভৃতি কারণে প্রতি বছরই বাঘের বংশবৃদ্ধি হয়। তবে চোরা শিকারিদের বাঘ শিকারে ক্রমশ কমে যাচ্ছিল বাঘের সংখ্যা। সরকারের তরফ থেকে বাঘেদের সুরক্ষায় জোর দেওয়ার পর থেকেই কমেছে শিকারিদের উৎপাত। যার ফলে বেড়েছে বাঘের সংখ্যা।

সেক্ষেত্রে বাড়ানো হচ্ছে ১২ কিলোমিটারের বেশি এলাকা এবং পুরো এলাকায় এক বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম নেট ব্যাবহার করা হবে বলেই জানা গেছে।

সম্প্রতি বাঘসুমারিতেও সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন রাজ্যের বনমন্ত্রী। জানা গেছে, সুন্দরবনে গত এক বছরে বেড়েছে ৩৮টি বাঘ। প্রসঙ্গত, এতদিন হাতেকলমে হিসাব করা হত। তবে এই প্রথমবার অটো স্ট্রাইপ অ্যানালাইসিস করা হবে বলেই সুত্রের খবর।