রোজভ্যালি মামলায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তদন্তে উঠে আসে শ্রেয়ার নাম। অভিযোগ, রোজভ্যালির থেকে টাকা নিয়েও বরাত পাওয়া কাজ শেষ করেনি শ্রেয়ার ইন্টিরিয়র ডেকরেশন সংস্থা। ওই সংস্থার সঙ্গে রোজভ্যালির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল বলেও অভিযোগ। বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়েছে রোজভ্যালি মামলার চার্জশিট।
সিবিআইয়ের দাবি, ২ কোটি ২২ হাজারের বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায়। এমনকী রোজভ্যালির টাকায় চিন সফরে ঘুরে এসেছেন শ্রেয়া। পাশাপাশি মন্ত্রী কন্যা হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোরও অভিযোগ উঠেছে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রেয়া। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ের দাবি, টাকা লেনদেন নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী কন্যার সংস্থাও কাজের বরাত পেয়েছিল। কিন্তু, প্রাপ্য টাকার থেকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল তাঁর সংস্থাকে। সেই টাকাও শ্রেয়া ফেরাননি বলে অভিযোগ। শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি রোজভ্যালি একটি চিটফান্ড সংস্থা জানার পরও শ্রেয়া সেই সংস্থার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছেন। তবে, সিবিআই চার্জশিট নাম থাকলেও ইডির চার্জশিটে নাম নেই শ্রেয়ার।